
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দে ১২৬ একর জমির উপর প্রতিষ্ঠিত নব কিশলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজ ।
উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়ে প্রাথমিক শাখায় শ্রেণি কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি ১৯৮৫ সালে সরকারি স্বীকৃতি লাভ করে এবং ১৯৮৬ সালে জুনিয়র বিদ্যালয় হিসেবে MPO অন্তর্ভূক্ত হয়। পরবর্তীতে ১৯৮৯ সালে মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে এবং ১৯৯৪ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে MPO অন্তর্ভূক্ত হয়। ২০১৩ সালে নারীদের জন্য উচ্চ মাধ্যমিক স্তরের স্বীকৃতি প্রদান করা হয় এবং ২০২৩ সালে কলেজটি MPO অন্তর্ভূক্ত হয়। এর ফলে প্রতিষ্ঠানটি বর্তমানে একটি পূর্ণাঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটিতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। নিয়মিত শ্রেণি কার্যক্রম, যোগ্য শিক্ষক মণ্ডলী, সহশিক্ষা কার্যক্রম এবং সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ এর প্রধান বৈশিষ্ট্য।
শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে সরকারি অর্থায়নে প্রতিষ্ঠানে একটি ৫তলা ভবন, দুইটি ৪ তলা ভবন এবং একটি ৩ তলা ভবন সহ মোট ৪টি ভবন রয়েছে। ভবনগুলোতে পর্যাপ্ত শ্রেণিকক্ষ, প্রশাসনিক কক্ষ, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ অন্যান্য প্রয়োজনীয় কক্ষ রয়েছে। আধুনিক সুবিধাসম্পন্ন এই ভবন শিক্ষার্থীদের জন্য উপযুক্ত ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করছে। শিক্ষার্থীদের জন্য আরো রয়েছে খেলাধুলার মাঠ এবং খেলার সরঞ্জাম।
প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে স্থানীয় সমাজে শিক্ষার প্রসার ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও সামাজিক মূল্যবোধ গঠনে প্রতিষ্ঠানটি নিরন্তর সচেষ্ট।
প্রতিষ্ঠান পরিচালনায় রয়েছেন-
আয়েশা আক্তার
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)